Mirsarai

জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক নির্বাচিত হলেন সুভাষ সরকার

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের সুভাষ সরকার। তিনি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। গত ২৩ আগষ্ট চট্টগ্রাম মুসলিম হল ইনষ্টিটিউট এ বাংলাদেশ শিক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের মাধ্যমে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অধিবেশনে রনজিৎ কুমার নাথকে সভাপতি মো. জানে আলমকে সাধারণ সম্পাদক এবং সুভাষ সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬৩ সদস্যের বাংলাদেশ শিক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, শিক্ষক নেতা সুভাষ সরকার ৯৯৯১ সালের ২৩ মার্চ থেকে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।  তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি মিরসরাই উপজেলার যুগ্ন সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক-সুজন মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি, জোরারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘ’র মিরসরাই উপজেলা শাখার আহবায়ক। এছাড়া তিনি আরও সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
2014-08-29 10:55:53
source : http://mirsarainews.com/?p=62